/u/Sami_n7x's posts in /r/BangladeshMedia
মিরপুর ১০ নম্বর আল বারাকা হোটেলে বিরিয়ানি খেতে গিয়ে দেখি ছাত্ররা জড়ো হয়েছে, পুলিশ ও আছে পাহাড়ায়। হঠাৎ দেখলাম দুজন উশৃংখ ছেলে কাঁঠ এর লাকড়ি এনে হোটেলে জমা রাখতে চাইছে। ওদের এক জনার মুখের নিচে ছাগল দাড়ি দেখেই বুঝতে পারছি এরা শিবির।।
1 upvotes
Mark as read: Add to a list
আমরা মুক্তমনা এবং সেকুলার যারা আছি, তারাও এই সরকারকে যে খুব পছন্দ করি তাও নয়। এই সরকার দেশে মোল্লা চাষ করেছে মাদ্রাসা মসজিদ বানিয়ে , আসিফ মহিউদ্দিন , আসাদ নূরদের দেশ ছাড়া করেছে, জেলে খাটিয়েছে। সরকার চেঞ্জ হওয়া দরকার আছে ,সেটা সবাই মানবে। কিন্তু কথা হচ্ছে, আমাদের বেটার কোন ওপশন নাই সেটাই ভাবতে হবে।
1 upvotes
Mark as read: Add to a list
এই সরকার নামলে কে আসবে ক্ষমতায়? কোন মৌলবাদী শক্তি যদি ক্ষমতায় আসে, দেশ একদম আফগানিস্তান হয়ে যাবে। আমি ওই রিস্কে যেতে রাজি না। এই সরকার মুক্তমনাদের উপর অত্যাচার করেছে, মোল্লা চাষ করেছে, তাও চাই এই সরকার থাকুক, কারণ আর কোন শক্তিশালি বামপন্থি দল নেই। তবে সাধারণ ছাত্রদের দাবী গুলার সঙ্গে একমত আমি।
1 upvotes
Mark as read: Add to a list